শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়া পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জোবায়ের, বিএনপি’র প্রার্থী মঈনুল হক চৌধুরী

ইকবাল হোসেন: [২] আসন্ন ১৪ই ফেব্রুয়ারি সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের।

[৩] বুধবার (১৩ জানুয়ারি) রাতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এব্যাপারে মোহাম্মদ জোবায়ের বলেন, বিগত ৫ বছরে রাজনৈতিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সাতকানিয়া পৌরসভাকে এগিয়ে নেওয়ার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজের মূল্যায়ন করে তাকে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

[৪] তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগীতায় পুনরায় নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করব।

[৫] অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলটির সিনিয়ন যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজবীর সাক্ষরিত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ জেড এম মঈনুল হক চৌধুরীকে সাতকানিয়ায় ধানের শীষের মনোনয়ন দেন।

[৬] এর আগে তিনি ১৯৮৭-১৯৯১ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক, ২০০৩-২০০৭ সাল পর্যন্ত সভাপতি এবং ২০০৭-২০০৯ সাল পর্যন্ত সাতকানিয়া থানা বিএনপি র আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতকানিয়ার ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান- এডভোকেট এ জেড এম মঈনুল হক চৌধুরী (খোকন) ।

[৭] নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদান, বাছাই ১৯ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়