শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে নিহত-১

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে নজরুল ইসলাম নামের ৬০ বছরের এক মুসল্লি মারা গেছেন। তবে, নিহতের ছেলের দাবী তার বাবা স্ট্রোক জনিত রোগে মারা গেছেন। শুক্রবার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটী মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। পুলিশ মৃত মুসল্লি নজরুল ইসলামের মরদেহ থানায় নিয়ে এসেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত নাম নজরুল ইসলাম নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা।

মসজিদ কমিটির সদস্যরা জানান, সম্প্রতি সরাসরি ভোটের মাধ্যমে এই কমিটির সভাপতি হন ফজলুর রহমান ও সম্পাদক হন মাহবুবুল আলম। তবে কমিটি গঠনের পরেও নিজেদের মধ্যে নতুন গ্রুপিংয়ের সৃষ্টি হয়। এই গ্রুপিং দূর করার লক্ষ্যে শুক্রবার জুম্মার নামাজ শেষে সভাপতি ফজলুর রহমান ও প্রতিপক্ষ সম্পাদক মাহবুবুল আলমসহ তাদের লোকজন বসেন।  এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে মারামারি শুরু হয়ে যায়। এতে ঘটনাস্থলে আহত হন রুস্তম মোড়ল, সাইদ মোড়ল, আল আমিন, আবুল কালাম ও শাজাহান। তারা আরও বলেন, এ ঘটনার পর মাহাবুবুল আলমের বাবা নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তবে নিহত নজরুল ইসলামের ছেলে মসজিদ কমিটির সম্পাদক মাহবুবুল আলম বলেন, তার বাবা স্ট্রোক করে মারা গেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নজরুল ইসলামের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তিনি সংঘর্ষে মারা গেছেন, নাকি স্ট্রোক করে মারা গেছেন তা নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়