শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] [১] বিরিশিরি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমীতে বঙ্গবন্ধু কর্ণার ও ভাস্কর্ষের উদ্বোধন করেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দুর্গাপুর প্রতিনিধি: [২] সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিকে আরো শ্রীবৃদ্ধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে করে এখানকার ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারে।"

[৩] বৃহস্পতিবার সকালে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি, একাডেমীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বঙ্গবন্ধুর কর্ণারের উদ্বোধন করেন।

[৪] পরে একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

[৫] এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসার ডা.গাজী হাসান কামাল, নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বৃহওর ময়মনসিংহের আইনজীবি ও সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন সহ স্থানীয় ক্ষুদ্র নৃ- গাষ্ঠীর নেতৃবৃন্দ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়