শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] [১] বিরিশিরি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমীতে বঙ্গবন্ধু কর্ণার ও ভাস্কর্ষের উদ্বোধন করেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দুর্গাপুর প্রতিনিধি: [২] সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিকে আরো শ্রীবৃদ্ধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে করে এখানকার ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারে।"

[৩] বৃহস্পতিবার সকালে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি, একাডেমীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বঙ্গবন্ধুর কর্ণারের উদ্বোধন করেন।

[৪] পরে একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

[৫] এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসার ডা.গাজী হাসান কামাল, নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বৃহওর ময়মনসিংহের আইনজীবি ও সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন সহ স্থানীয় ক্ষুদ্র নৃ- গাষ্ঠীর নেতৃবৃন্দ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়