বাশার নূরু:[২] বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের কাছে ভাতা হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] গণভবন প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিআইসিসি’ প্রান্তে সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
[৪] সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদ কবিতার ভাষায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘ধন্য হোক জন্ম তোমার অন্তর হোক পূর্ণ। ফুলের মতো ফুটছো তুমি ১৭ কোটি মানুষের জন্য।’
[৫] জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় মন্ত্রী এত চমৎকার করে বক্ততা দিয়ে গেছেন। এরপরে আর বলার কিছু থাকে না।’ তবে তিনি কবিতার ভাষায় যেমন শেষ করেছেন আমিও কবিতার ভাষায় বলছি উল্লেখ করে তিনি একটি ইংরেজি কবিতার লাইন তুলে ধরে বলেন, ‘অন্ধকার ঘন অন্ধকার বনায়ন, দেখতে সুন্দর। কিন্তু আমাকে এই ঘন অন্ধকারের সেই ঘন গভীর জঙ্গল পার হতেই হবে।