স্পোর্টস ডেস্ক : [২] মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক সফি ডিভাইন। চলমান নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে সুপার স্ম্যাশে বৃহস্পতিবার ১৪ জানুয়ারি, ওয়েলিংটনের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি তুলে নিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
[৩] ডানেডিনে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ওটাগো নারী ক্রিকেট দল।
[৪] জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন সফি ডিভাইন। মাত্র ২১ বলে তুলে নেন ফিফটি। এরপর আরো আক্রমণাত্নক হয়ে উঠেন। ওয়েলিংটন বোলারদের পিটিয়ে ৩৬ মিনিট ব্যাটিয় করে মাত্র ৩৬ বলে তুলে নেন নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ভেঙে দেন ২০১০ সালে করা উইন্ডিজ নারী ক্রিকেটার ডটিনের ৪০ বলে দ্রুততম শতকের রেকর্ড। কিউদের হয়ে সবচেয়ে দ্রুততম শতকে টিম সেফার্টের রেকর্ডও ভাঙেন তিনি।
[৫] এদিন ৩৮ বলে ৯ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় উপহার দেন ডিভাইন। আরেক ওপেনার, ম্যাডি গ্রিন অপরাজিত থাকেন ১৫ বলে ২০ রানে।- ক্রিকইনফো