নূর মোহাম্মদ : [২] জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
[৩] রিটে রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
[৪] আজমল হোসেন খোকন বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
[৫] এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে গত বছর লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী।