রাশিদ রিয়াজ : আমরা অনেক সময় আল্লাহর ওপর সন্তষ্ট হই, বিশেষত সময় যখন অনুকূল থাকে। আবার দুঃখ, যন্ত্রণা ও প্রতিকূল অবস্থায় আমাদের মন খারাপ হয়ে যায়। আমাদের কাছে যা ভাল মনে হয় তার পরিণতি অনেক সময় ভাল নাও হতে পারে। আবার কঠিন সময়ের পরই সফলতা আমাদের হাতের মুঠোয় ধরা দেয়। তাই কোরআনের এ চারটি পরামর্শ জেনে রাখা ভাল।
"লা-তাহজান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা-তাখাফ"
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
"লা-তাগদাব"
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
"লা-তাসখাত"
আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
সুবহানাল্লাহ।।