শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে মাহমুদউল্লাহ

রাহুল রাজ : [২] চারদিনের অনুশীলন শেষ। এবার পরীক্ষার পালা। বিকেএসপিতে বৃহস্পতিবার একদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিক দলের ২২ ক্রিকেটারকে নিয়ে হবে এ প্রস্তুতি ম্যাচ।

[৩] ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদ ও পারভেজ হোসেন ইমন আগেই ছিটকে গেছেন স্কোয়াড থেকে। জৈব সুরক্ষা বলয়ে থাকায় স্কোয়াডে বাড়তি ক্রিকেটার ঢোকানোর সুযোগ নেই। ফলে ২২ ক্রিকেটার দুই গ্রুপে ভাগ হয়ে আগামীকাল বিকেএসপিতে মাঠে নামবে। সকাল পৌনে দশটায় ম্যাচটি শুরু হবে।

[৪] অনলাইনে ম্যাচটি দেখানোর সুযোগ নেই। সচরাচর পিচ ভিশন দেশের সকল প্রতিযোগিতামূলক ও অনুশীলন ম্যাচ সম্প্রচার করে। কিন্তু করোনাভাইরাসের কারণে বিকেএসপিতে তাদের প্রবেশ নিষিদ্ধ।

[৫] রাতে দুই দল ভাগ করবেন কোচ রাসেল ডমিঙ্গো এবং দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। অনুশীলন ম্যাচ হলেও দীর্ঘদিন পর মাঠে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশ ম্যাচটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে দল বাছাইয়ে এ ম্যাচটি বড় ভূমিকা রাখবে।

[৬] একদিন পর ১৬ জানুয়ারি হবে ক্রিকেটারদের দ্বিতীয় অনুশীলন ম্যাচ। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন ম্যাচগুলো মাঠে থেকে দেখবেন।

[৭] হাবিবুল বাশার মুঠোফোনে বলেন, ‘ক্রিকেটাররা চার দিন অনুশীলন করলো। এখন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অনুশীলন আর ম্যাচ খেলা সম্পূর্ণ বিপরীত। এখন ওরা নিজেরাই নিজেদের অবস্থান জানতে পারবে। পাশাপাশি আমরাও ওদের ঝালিয়ে দেখার সুযোগ পাচ্ছি। এটা খুবই ভালো যে ওরা অনুশীলনের পর একাধিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়