শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মায়ের রোমান্টিক পার্টটা তুমি করছো, দীঘিকে প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার বাসভবনে যান ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। আরিফিন শুভ, নুসরাত ফারিয়ার, নুসরাত ইমরোজ তিশার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন দীঘিও। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতি ব্যক্ত করেছেন দীঘি।

প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার (৯ জানুয়ারি) দিনটি বেশ কেটেছে দীঘির। দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কথা বলেছেন তারা। এ সময় হাজির ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও।

প্রধানমন্ত্রীর সঙ্গে দীঘির কী কী কথা হলো? জানার আগ্রহে মিলেছে উত্তর। দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের সঙ্গে মিশেছেন তিনি।

দীঘির কাছে প্রধানমন্ত্রী জানতে চান তিনি কোন চরিত্রটিতে অভিনয় করছেন। দীঘি উত্তরে বলেন, আপনার মায়ের ইয়াং পার্ট। এমনটা শুনে প্রধানমন্ত্রী বলে উঠেন, ‘ও বাবা, তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন। চরিত্রটা ভালো করে করো।’

দীঘি প্রধানমন্ত্রীর মায়ের যে চরিত্রটিতে অভিনয় করছেন সে সময়রেখা প্রধানমন্ত্রীর অদেখা। তবে অজানা নয়। সেসবই তিনি জানিয়েছেন দীঘিকে। পাশাপাশি শেখ রেহানাও যতটা পেরেছেন দীঘিকে তার চরিত্র নিয়ে ব্রিফ করেছেন।

১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে একটি কর্মশালার পর ১০ এপ্রিল থেকে পুরোদমে ‘বঙ্গবন্ধু’ সিনেমাটির শুটিং শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়