শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৩ ওভার ব্যাট করে সিডনি টেস্ট ‘ড্র’ করলো অশ্বিন-হুনুমা

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডদের মত তারকা পেসারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে দলকে হার এড়িয়ে ‘ড্র’ তে রুপান্তর করলেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। সোমবার, ১১ জানুয়ারি পঞ্চম দিনের শেষ ভাগে এসে প্রায় ৪৩ ওভার খেলেন তারা দু’জন।

[৩] গতকাল ১০ জানুয়ারি চতুর্থ দিন ভারতের টপ অর্ডার ভেঙ্গে পড়ার পর সফরকারীদের পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। রোহিত শর্মা (৫২), গিল (৩১) ও রাহানেকে (৪) হারিয়ে বেশ বিপদেই ছিল তারা। কিন্তু সে চাপ সামনে দলে এগিয়ে নেন পূজারা ও পান্থ।

[৪] একপাশ থেকে পূজারা ধীরগতিতে খেলতে থাকলেও ওয়ানডে মেজাজে খেলেন পান্থ। ৩ রানের জন্যে শতক মিস করে ৩ ছক্কা ও ১২ চারে ১১৮ বলে ৯৭ রান করে ফিরেন তিনি। এরপর বেশি সময় দাঁড়াতে পারেননি পূজারাও। ২০৫ বল খেলে ৭৭ রান করে ফিরেন তিনি।

[৫] তবে তারা দুইজন আউট হয়ে সাজঘরে ফিরলে হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা ব্যাটিং-এর হাল ধরেন। এরপর বাকি সময় উইকেট আগলে রাখেন তারা। তারা ধৈর্য্যশীল ব্যাটংয়ে ভর করে ড্র করেছে ভারত। ১৬১ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন বিহারী এবং ১২৮ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।

[৬] সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৮/১০ (১০৫.৪ ওভার)
স্মিথ ১৩১, লাবুসান ৯১
জাদেজা ৬২/৪, সাইনি ৬৫/২

ভারত প্রথম ইনিংস: ২৪৪/১০ (১০০.৪ ওভার)
পূজারা ৫০, গিল ৫০
কামিন্স ২৯/৪, হ্যাজলউড ৪৩/২

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৩১২/৬ (৮৭) ডিক্লে.
গ্রিন ৮৪, স্মিথ ৮১
সাইনি ৫৪/২, অশ্বিন ৯৫/২

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৩৪/৫ (১৩১)
পান্থ ৯৭, পূজারা ৭৭
হ্যাজলউড ২/৩৯, লায়ন ২/১১৪

ফলাফল: ম্যাচ ড্র
-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়