শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৩ ওভার ব্যাট করে সিডনি টেস্ট ‘ড্র’ করলো অশ্বিন-হুনুমা

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডদের মত তারকা পেসারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে দলকে হার এড়িয়ে ‘ড্র’ তে রুপান্তর করলেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। সোমবার, ১১ জানুয়ারি পঞ্চম দিনের শেষ ভাগে এসে প্রায় ৪৩ ওভার খেলেন তারা দু’জন।

[৩] গতকাল ১০ জানুয়ারি চতুর্থ দিন ভারতের টপ অর্ডার ভেঙ্গে পড়ার পর সফরকারীদের পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। রোহিত শর্মা (৫২), গিল (৩১) ও রাহানেকে (৪) হারিয়ে বেশ বিপদেই ছিল তারা। কিন্তু সে চাপ সামনে দলে এগিয়ে নেন পূজারা ও পান্থ।

[৪] একপাশ থেকে পূজারা ধীরগতিতে খেলতে থাকলেও ওয়ানডে মেজাজে খেলেন পান্থ। ৩ রানের জন্যে শতক মিস করে ৩ ছক্কা ও ১২ চারে ১১৮ বলে ৯৭ রান করে ফিরেন তিনি। এরপর বেশি সময় দাঁড়াতে পারেননি পূজারাও। ২০৫ বল খেলে ৭৭ রান করে ফিরেন তিনি।

[৫] তবে তারা দুইজন আউট হয়ে সাজঘরে ফিরলে হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা ব্যাটিং-এর হাল ধরেন। এরপর বাকি সময় উইকেট আগলে রাখেন তারা। তারা ধৈর্য্যশীল ব্যাটংয়ে ভর করে ড্র করেছে ভারত। ১৬১ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন বিহারী এবং ১২৮ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।

[৬] সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৮/১০ (১০৫.৪ ওভার)
স্মিথ ১৩১, লাবুসান ৯১
জাদেজা ৬২/৪, সাইনি ৬৫/২

ভারত প্রথম ইনিংস: ২৪৪/১০ (১০০.৪ ওভার)
পূজারা ৫০, গিল ৫০
কামিন্স ২৯/৪, হ্যাজলউড ৪৩/২

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৩১২/৬ (৮৭) ডিক্লে.
গ্রিন ৮৪, স্মিথ ৮১
সাইনি ৫৪/২, অশ্বিন ৯৫/২

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৩৪/৫ (১৩১)
পান্থ ৯৭, পূজারা ৭৭
হ্যাজলউড ২/৩৯, লায়ন ২/১১৪

ফলাফল: ম্যাচ ড্র
-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়