শিরোনাম
◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৩ ওভার ব্যাট করে সিডনি টেস্ট ‘ড্র’ করলো অশ্বিন-হুনুমা

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডদের মত তারকা পেসারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে দলকে হার এড়িয়ে ‘ড্র’ তে রুপান্তর করলেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। সোমবার, ১১ জানুয়ারি পঞ্চম দিনের শেষ ভাগে এসে প্রায় ৪৩ ওভার খেলেন তারা দু’জন।

[৩] গতকাল ১০ জানুয়ারি চতুর্থ দিন ভারতের টপ অর্ডার ভেঙ্গে পড়ার পর সফরকারীদের পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। রোহিত শর্মা (৫২), গিল (৩১) ও রাহানেকে (৪) হারিয়ে বেশ বিপদেই ছিল তারা। কিন্তু সে চাপ সামনে দলে এগিয়ে নেন পূজারা ও পান্থ।

[৪] একপাশ থেকে পূজারা ধীরগতিতে খেলতে থাকলেও ওয়ানডে মেজাজে খেলেন পান্থ। ৩ রানের জন্যে শতক মিস করে ৩ ছক্কা ও ১২ চারে ১১৮ বলে ৯৭ রান করে ফিরেন তিনি। এরপর বেশি সময় দাঁড়াতে পারেননি পূজারাও। ২০৫ বল খেলে ৭৭ রান করে ফিরেন তিনি।

[৫] তবে তারা দুইজন আউট হয়ে সাজঘরে ফিরলে হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা ব্যাটিং-এর হাল ধরেন। এরপর বাকি সময় উইকেট আগলে রাখেন তারা। তারা ধৈর্য্যশীল ব্যাটংয়ে ভর করে ড্র করেছে ভারত। ১৬১ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন বিহারী এবং ১২৮ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।

[৬] সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৮/১০ (১০৫.৪ ওভার)
স্মিথ ১৩১, লাবুসান ৯১
জাদেজা ৬২/৪, সাইনি ৬৫/২

ভারত প্রথম ইনিংস: ২৪৪/১০ (১০০.৪ ওভার)
পূজারা ৫০, গিল ৫০
কামিন্স ২৯/৪, হ্যাজলউড ৪৩/২

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৩১২/৬ (৮৭) ডিক্লে.
গ্রিন ৮৪, স্মিথ ৮১
সাইনি ৫৪/২, অশ্বিন ৯৫/২

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৩৪/৫ (১৩১)
পান্থ ৯৭, পূজারা ৭৭
হ্যাজলউড ২/৩৯, লায়ন ২/১১৪

ফলাফল: ম্যাচ ড্র
-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়