শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি : [২] জেলার কেন্দ্রীয় কারাগারে রুবেল মিয়া (২৮) নামে এক কয়েদির আত্মহত্যার ঘটনায় ডিআইজি প্রিজন কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) তদন্ত কমিটি গঠন করা হলেও রোববার (১০ জানুয়ারি) থেকে তারা কাজ শুরু করেছে।

[৩] কমিটির অপর দুই সদস্য হলেন- হবিগঞ্জ কারাগারের সুপার ও মৌলভীবাজারের ডেপুটি জেলার।
এছাড়া এ ঘটনায় তিন কারারক্ষীকে শাস্তির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে একজনকে বহিষ্কার ও অপর দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলায় দায়ের করা হয়েছে।

[৪] সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারে রুবেল নামে এক কয়েদি নিজ সেলের ভেতরে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল কুমিল্লার লাকসাম এলাকার হাসেম মিয়ার ছেলে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] তিনি বলেন, কারাবন্দি অবস্থায় আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে সাইনুল হক নামে এক কারারক্ষীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি প্রাণ গোপাল ও বদরুল ইসলাম নামে দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলায় দায়ের করা হয়েছে। রুবেল সিলেটের দক্ষিণ সুরমা থানার একটি হত্যা মামলায় ৩০ বছর দণ্ডপ্রাপ্ত ছিলেন। এ মামলায় আরও দু’জন দণ্ডপ্রাপ্ত রয়েছেন। গত চার বছর ধরে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করে আসছেন।

[৬] সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, কারাগারের সেলে গামছা দিয়ে গ্রিলের সঙ্গে ঝুলে ওই কয়েদি আত্মহত্যা করেন। আমরা তাকে বাঁচাতে চেষ্টা করেছি। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল দূরে থাকাতে সেই চেষ্টা ব্যর্থ হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়