শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠিতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: [২] জেলা্র কাঁঠালিয়ায় মো. রুবেল হাওলাদার নামে (৩২) এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (৯ জানুয়ারি) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল বলতলা গ্রামের মৃত আবদুল বারেক খানের ছেলে।

[৩] এ ঘটনায় খাদিজা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই খাদিজার স্বামী বাবুল হাওলাদার পলাতক রয়েছেন। পুলিশ খাদিজাকে জিজ্ঞাসাবাদ করছে।

[৪] নিহত রুবেলের স্ত্রী রুবী আক্তার সাংবাদিকদের বলেন, একই এলাকার বাবুল হাওলাদার আমার স্বামী রুবেলকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। রাত ১০টার দিকে আমি লোক মারফত জানতে পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমি ও আমার আত্মীয়স্বজনরা বাবুলের বাড়িতে গিয়ে তার ঘরের একটি কক্ষে আমার স্বামীর মরদেহ কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই।

[৫] কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নিহত রুবেলের মা লুৎফন্নার বেগম বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার (১০ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

[৬] উল্লেখ্য যে, গত ৪ থেকে ৫ বছরের ব্যবধানে রুবেলের বাবা আবদুল বারেক খান ও ভাই রাসেল দুর্বৃত্তদের হাতে খুন হয়। নিহত রুবেলের নামে কাঁঠালিয়া ও ভান্ডারিয়াসহ বিভিন্ন থানায় একাধিক জিআর মামলা রয়েছে। এ নিয়ে একই পরিবারটিতে তিনজন হত্যার শিকার হলেন।

[৭] ঘটনাস্থল ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) পরিদর্শন করেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়