শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠিতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: [২] জেলা্র কাঁঠালিয়ায় মো. রুবেল হাওলাদার নামে (৩২) এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (৯ জানুয়ারি) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল বলতলা গ্রামের মৃত আবদুল বারেক খানের ছেলে।

[৩] এ ঘটনায় খাদিজা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই খাদিজার স্বামী বাবুল হাওলাদার পলাতক রয়েছেন। পুলিশ খাদিজাকে জিজ্ঞাসাবাদ করছে।

[৪] নিহত রুবেলের স্ত্রী রুবী আক্তার সাংবাদিকদের বলেন, একই এলাকার বাবুল হাওলাদার আমার স্বামী রুবেলকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। রাত ১০টার দিকে আমি লোক মারফত জানতে পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমি ও আমার আত্মীয়স্বজনরা বাবুলের বাড়িতে গিয়ে তার ঘরের একটি কক্ষে আমার স্বামীর মরদেহ কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই।

[৫] কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নিহত রুবেলের মা লুৎফন্নার বেগম বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার (১০ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

[৬] উল্লেখ্য যে, গত ৪ থেকে ৫ বছরের ব্যবধানে রুবেলের বাবা আবদুল বারেক খান ও ভাই রাসেল দুর্বৃত্তদের হাতে খুন হয়। নিহত রুবেলের নামে কাঁঠালিয়া ও ভান্ডারিয়াসহ বিভিন্ন থানায় একাধিক জিআর মামলা রয়েছে। এ নিয়ে একই পরিবারটিতে তিনজন হত্যার শিকার হলেন।

[৭] ঘটনাস্থল ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) পরিদর্শন করেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়