শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজনের ভোট যেন অন্যজন দিতে না পারে সেজন্যই ইভিএম: তাজুল ইসলাম

অনলাইন রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সারাদেশে পর্যায়ক্রমে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনভাবেই একজনের ভোট আরেকজন না দিতে পারে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সরকার বদ্ধপরিকর এবং এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

শনিবার (৯ জানুয়ারি) কুমিল্লার কান্দিরপাড়ে যমুনা ব্যাংকের ১৪৯তম শাখা উদ্বোধন উপলক্ষে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী মনে করেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধুর দর্শন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী চান, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সে অধিকার প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ একটা নির্বাচন দরকার। অনেক প্রতিকূলতার মাঝে ধীরে ধীরে আমরা সে প্রক্রিয়া অনুসরণ করার জন্য যত বাধা-বিপত্তি থাকুক না কেন, সেটা পরিহার করার চেষ্টা করছি।’

তাজুল ইসলামের মতে, ‘সব জায়গায় যথাসময়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারাও মানুষের প্রতি দায়িত্বপালনের যে অঙ্গীকার, সেটা বাস্তবায়ন করতে পারবেন।

মন্ত্রী আরো বলেন, কুমিল্লাকে ক্লিন সিটিতে রূপান্তরিত করতে খুব শিগগিরই কুমিল্লাতেও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সকল বর্জ্য সংগ্রহ করে প্লান্টের মাধ্যমে বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি আমার কাছে আছে, আগামী কয়েকদিনের মধ্যে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। অনুমোদন পাওয়ার পর কুমিল্লায় এ প্রকল্পের কাজ শুরু হবে।

কুমিল্লা সিটির অবকাঠামোগত উন্নয়নের জন্য জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় আগামী অর্থবছরে আরও ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। বৃহত্তর কুমিল্লার উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।

সূত্র: ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়