শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাক থেকে উদ্ধার হলো ৪৭ কেজি গাঁজা, আটক ৩

সুজন কৈরী : [২] রাজধানীর হাজারীবাগের কোম্পানীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- ইব্রাহিম শেখ ওরফে সোনামিয়া শেখ (২৮), সোহেল মোল্লা (৩৫) ও আলহাজ¦ মোল্লা (২০)। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক। শনিবার ভোর সোয়া ৫টার দিকে র‌্যাব-২ এর একটি দল কোম্পানীঘাট মসজিদ সংলগ্ন শেখ কালিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, কুমিল্লা থেকে ১টি হলুদ ও নীল রংঙের ট্রাকে বিপুল পরিমান গাঁজা নিয়ে হাজারীবাগ থানা এলাকায় হাস্তান্তরের জন্য আসছে। ওই তথ্যে কোম্পানীঘাট মসজিদ সংলগ্ন শেখ কালিমের চায়ের দোকানের সামনে উপস্থিত হয়ে ট্রাকটি আটকের অপেক্ষায় ওঁৎ পেতে থাকে আভিযানিক দলটি। এক পর্যায়ে ট্রাকটি আসলে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিন জনকে আটক করা হয়।

[৪] র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আটকরা গাঁজার চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরে তাদের ট্রাকটি তল্লাশি করে ট্রাকের উপরে খালি ক্যারেটের নিচে ৩টি বস্তার ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৪৭ কেজি গাঁজা পাওয়া যায়।আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছে। তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে ট্রাক যোগে বিভিন্ন মালামালের আড়ালে অবৈধভাবে দেশে আসা গাঁজা ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলো। তাদের ব্যবহৃত ট্রাকটিও মাদক ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়