শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝাড়ফুঁক আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, তত্বাবধায়ক আটক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খানকার তত্বাবধায়ক ঝাড়ফুঁকের কথা বলে এক প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে।

[৩] বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনায় উপজেলার শ্রীরামপুরের আবু ওলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) কে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

[৪] নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, উপজেলার শ্রীরামপুরের আবু উলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এই খানকা আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ সমবেত হয়। পাশের গ্রাম ভোলাচংয়ের এক প্রবাসীর স্ত্রীও এই খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা যাওয়া করতেন। এরই মাঝে বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের কানাঘুষা করে আসছিলেন, খানকার তত্বাবধায়ক ওই প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করেছে।

[৫] ওসি আরও বলেন, বিষয়টি জানতে পেরে নবীনগর থানার পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। এই ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়