শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুসহ তিন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরটিভি

বুধবার (৬ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)। এর আগে পটকা মাছ খেয়ে গত রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫)।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- সীমা মালাকার (১৬), তমা (১৩) ও প্রিমা (৪)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ায় ।

পরিবার ও হাসপাতাল সুত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে পটকা মাছ খেয়ে পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতেই হেমেন্দ্র মালাকার নামে একজন মারা যায়। পরে আজ বুধবার সকালে তাদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সঞ্চিতা মালাকার মারা যান । সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা, তমা ও প্রিমা।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান আরটিভি নিউজকে তথ্য নিশ্চিত করে জানান, পটকা মাছ না খাওয়ার জন্য আমরা বারবার সচেতন করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনমূলক পোস্ট করেছি। তিনি আরও জানান, পটকা মাছ খাওয়া উচিত না।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদ জামান আরটিভি নিউজকে বলেন, পটকা মাছ খেয়ে একই পরিবারে সবাই অসুস্থ হয়ে শ্বাসকষ্ট শুরু হলে বাড়িতেই হেমেন্ত মালাকা মৃত্যু হয়। কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় সানজিতা মালাকা মৃত্যু হয়। অন্যরা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়