শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৩৭ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউয়ের ও ঢাকা মেডিকেলের ৩ চিকিৎসককে এক কোটি টাকা জরিমানা ও সাবেক ওসিকে শাস্তির সুপারিশ

শাহীন খন্দকার: [২] কমিশনের পরিচালক আল-মাহমুদ ফায়জুল কবীর জানান, বিএসএমএমইউতে রওশন আরা নামের এক নারীর কিডনি প্রতিস্থাপনের কথা বলে তা কেটে ফেলার কারণেই তার প্রাণহানি ঘটে বলে জাতীয় কমিশনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

[৩] তদন্ত কমিটি দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক হাবিবুর রহমান দুলাল ও তার সহকারী চিকিৎসক ফারুক হোসেন এবং ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের বিরুদ্ধে একই সুপারিশ করা হয়েছে। শাহবাগ থানার সাবেক ওসির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে ।

[৪] এদিকে এই ঘটনাকে সুয়োমোটো অভিযোগ (অভিযোগ নম্বর ৩০/৩২০) হিসেবে আমলে নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এই প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশন গত ২৪ নভেম্বর দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।তদন্ত শেষে কমিটি সম্প্রতি আদালতে তাদের মতামত ও সুপারিশ জমা দিয়েছেন।

[৫] ২০১৮ সালের ৩১ অক্টোবর রওশন আরা নামের ওই রোগীর ক্ষতিগ্রস্ত একটি কিডনি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে গিয়ে ‘পরিকল্পিতভাবে’ দুটি কিডনি অপসারণের পর রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার দুই বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে রওশন আরার ছেলে চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার বিএসএমএমইউয়ের চার চিকিৎসককে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়