শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়াত ডিলু ভাইয়ের স্বপ্নপূরণে কাজ করছি: এমপি নুরুজ্জামান বিশ্বাস

রিয়াদ ইসলাম: [২] পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, “সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু ভাইয়ের অসমাপ্ত কাজ রয়েছে যেটা আমি পূরণ করতে মন প্রাণ দিয়ে কাজ করছি। এরপর পর্যায় ক্রমে সরকারের উন্নয়ন প্রকল্পের নতুন কাজ হাতে নেব।”

[৩] শনিবার (২ জানুয়ারি) রাতে ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড়ে প্যাভিলিয়ন রেস্টুরেন্টে ডাইনামিক রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধার ‘উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করে তিনি বলেন, “ঈশ্বরদী বিমানবন্দরটি পুনরায় চালু করা, রেলগেটে ফ্লাইওভার, রেলওয়ে জংশনের সৌন্দর্য বর্ধক ও যাত্রী সেবার মান মান বৃদ্ধির জন্য বহুতল ভবন, কৃষি বিশ্ববিদ্যালয়, শিশু-কিশোরদের বিনোদনের জন্য শিশু পার্ক, যুবকদের ক্রীড়া দক্ষতা অর্জনের জন্য স্টেডিয়াম ও সাংস্কৃতিক অগ্রযাত্রাকে ধরে রাখতে পাবলিক লাইব্রেরী নির্মাণসহ সকল পর্যায়ে উন্নয়ন করা হবে। জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।”

[৫] তিনি আরও বলেন, “ঈশ্বরদী প্রথম শ্রেণির পৌরসভা। ইতোমধ্যে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী দিনে যিনি মেয়র নির্বাচিত হবে তাঁকে কাজগুলো সঠিক ভাবে বুঝে নিতে হবে।”

[৬] উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উপহার হিসেবে দিয়েছেন। আমার বিশ্বাস ঈশ্বরদী পৌরবাসি আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। পৌরবাসীর আশা অনেক। এখানকার উন্নয়নের দিকে পৌরবাসী তাকিয়ে আছে। এজন্য আমার কাজ হবে নাগরিকদের পূর্নাঙ্গ সুবিধা দেয়া। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়