শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

শিমুল মাহমুদ: [২] প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার এই র‌্যালি করলো ছাত্রদল। সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করে। পরে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদিক্ষণ করে। এসময় নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রাখে ক্যাম্পাস। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

[৩] এর আগে শুক্রবার রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিস থেকে টানা ৬ ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করা হয়। সারা দেশের জেলা কমিটির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এই আলোচনায় যুক্ত হন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ক্রিনে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সরাসরি দেখানো হয়।

[৪] এই ভার্চুয়াল আলোচনায় লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৫] ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় ভার্চুয়াল এই আলোচনায় ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুর রহমান মিলন, নাজিমউদ্দিন আলম, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়