শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে চলেছে । সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে।
[৩] নতুন বছরে নতুন সম্ভাবনার পথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ২০২০ সালের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২১ হবে একটি সম্ভাবনার বছর।
[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।
[৪] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নববর্ষ-২০২১ এর শুভেচ্ছা জানিয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাবি’র অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
[৫] বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি, মুজিববর্ষ, বিশ^বিদ্যালয়ের শতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কর্মসূচি বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।