হ্যাপি আক্তার: [২] নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে দুই মাসের শিশু তাইয়াবাকে ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়। যমুনা টিভি, ডিবিসি নিউজ
[৩] নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
[৪] গত বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসা নিতে আসা সিমা বেগমের ওই কন্যাশিশু চুরি হয়। এ ঘটনায় শিশুর পিতা তফিজ মোল্লা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী সিমা বেগম উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের তফিজ মোল্লার স্ত্রী।