শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক লজ্জার বিপরীতে অস্ট্রেলিয়াকে চার লজ্জা দিল ভারত !

স্পোর্টস ডেস্ক : [২] অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়ে হেরেছিল ভারত। মেলবোর্নে ছিল প্রতিশোধের নেশা। ভারতীয় বোলারদের দাপটে ২৯ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা আনলো ভারত। এদিন জয়ের সাথে অস্ট্রেলিয়াকে বেশ কয়েকটি বড় লজ্জা দিয়েছে ভারতীয়রা।

[৩] দলের সেরা দুই বোলার ইশান্ত শর্মা ও মোহম্মদ শামিকে ছাড়াই এমসিজিতে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেন বুমরাহ-অশ্বিন-সিরাজরা। তাও দ্বিতীয় ইনিংসের শুরুতেই চোট পেয়ে মাঠ ছড়তে হয় উমেশ যাদবকে।

[৪] মেলবোর্বনের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে বলা যায় লাঞ্ছিত করে ভারতীয় বোলাররা। অজিদের এমন কয়েকটি লজ্জার নজির গড়তে বাধ্য করে, যে ছবি তারা নতুন শতকে দেখেনি।

[৫] প্রথমত, দীর্ঘ ৩২ বছর পর এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করতে ব্যর্থ হয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্নাস ল্যাবুশান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি ৪৫ রান করেন ক্যামেরন গ্রিন।

[৬] দ্বিতীয়ত, নতুন শতকে এই প্রথমবার কোনও টেস্ট ইনিংসে ১০০ ওভার ব্যাট করে ২০০ রান তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে ১০০ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে।

[৭] তৃতীয়ত, অস্ট্রেলিয়া ঘরের মাঠে শেষবার ১০০ ওভার ব্যাট করে এর থেকে কম রান করেছিল ১৯৭০ সালে। ১৯৭৮-৭৯ সালের পর থেকে ৮০ ওভারের বেশি ব্যাট করে ঘরের মাঠে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিন্ম রান রেট (১.৯৩)।

[৮] চতুর্থত, ১৯৯৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর থেকে অস্ট্রেলিয়া নিজেদের ডেরায় ১৫৫টি টেস্ট খেলেছে। এই সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তারা কোনও টেস্টের দুই ইনিংসে ২০০ বা তারও কম রানে অল-আউট হয়। ২০১৬ সালে হর্বাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে ৮৫ ও ১৬১ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া। এবার মেলবোর্নে অজিদের দুই ইনিংস গুটিয়ে যায় যথাক্রমে ১৯৫ ও ২০০ রানে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়