জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে মেহেরুননেসা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] নিহত কিশোরী ওই এলাকার মৃত জানে আলমের মেয়ে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
[৪] ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী