বিনোদন ডেস্ক : মহামারির পেটে ছিল ২০২০ সাল। থমকে গিয়েছিল গোটা পৃথিবী। কিন্তু তারকাদের বিয়ে থেমে থাকেনি। পুরো বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন ১০ তারকা। কেউ জমকালো আয়োজনে আবার কেউ ঘরোয়া আয়োজন সেরেছেন বিয়ের কাজ।
চলুন দেখে নেওয়া যাক, বিষাদের বছরের বিয়ের স্বাদ পেয়েছেন যারা-
রোদেলা জান্নাত: বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত ও মডেল অভিনেতা খালেদ হোসেন সুজন। ২০ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। নিজের ফেসবুকে পোস্ট করে সুজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার।’
মুমতাহিনা চৌধুরী টয়া: মডেল অভিনেত্রী মুমতাহিনা টয়া ২৯ ফেব্রুযারি বিয়ে করেছেন অভিনেতা শাওনকে। লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে দিনটি বেছে নিয়েছেন তারা। ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন সেরেছেন এ দম্পতি। দাম্পত্য জীবনে বেশ সুখে আছেন টয়া। শাওনের সঙ্গে খুনসুটিই তার প্রমাণ।
পরীমনি: মাত্র তিন টাকা দেনমোহরে হুট করে বিয়ে করেছেন লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। গণমাধ্যমে নিজের বিয়ের ঢোল নিজেই পিটিয়েনে এ অভিনেত্রী। বলেছেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা।’ চলতি বছর ৯ মার্চ রাতে কাজি ডেকে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি। কিন্তু বিয়ে টেকেনি পাঁচ মাসও। শোনা যাচ্ছে- আলাদা হয়ে গেছেন তারা।
নুসরাত ফারিয়া: ঢালিউডের হটেস্ট ডিভা নুসরাত ফারিয়া। হঠাৎ করেই নিজের বিয়ের খবর প্রকাশ্য এনেছেন। ঘরোয়া আয়োজনে ২১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছেন এ নায়িকা। ৭ বছর প্রেমের পর এক হয়েছে তাদের চার হাত। এর আগেও একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছিল এ নায়িকাকে নিয়ে। কিন্তু ধোপে টেকেনি একটিও।
শওকত আলী ইমন: গীতিকার, সুরকার, সংগীতপরিচালক শওকত আলী ইমন বিয়ে করেছেন সংবাদ পাঠিকা হৃদিতা রেজাকে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এটি ছিল ইমনের দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের চার মাস না পেরোতেই টানাপোড়েন শুরু হয় তাদের মধ্যে। স্ত্রীকে মারধর করে বের করে দেন শওকত আলী ইমন। এমন অভিযোগে তাদের সংসার ভাঙনের পথে।
কর্ণিয়া: করোনার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২৭ জুলাই পারিবারিকভাবে শিল্পী নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন তিনি। ফেসবুকে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন কর্ণিয়া। মার্চের শুরুতে বিয়ের কথা থাকলেও করোনার কারণে তা জুলাইয়ে সম্ভব হয়েছে।
শমী কায়সার: ব্যবসায়ী রেজা আমিনের সঙ্গে ২৭ সেপ্টেম্বর বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শমী কায়সার। দুই পরিবারের ঘনিষ্ঠজনের এ বিয়েতে উপস্থিত ছিলেন। পূর্বপরিচয়ের সূত্র ধরেই তাদের প্রেম ও বিয়ে। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি, আর রেজা আমিনের দ্বিতীয়।
শ্যামল মাওলা: জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করেছেন ২০২০ সালের ১০ অক্টোবর। প্রেমিক মাহা শিকদারকেই বিয়ে করেছেন তিনি। রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের বন্ধুরা উপস্থিত ছিলেন।
অর্ণব: দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব বিয়ে করেছেন ভারতীয় শিল্পী সুনিধি নায়েককে। দীর্ঘদিন প্রেমের পর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেছেন এ জুটি। বিয়ের আগেও সুনিধির সঙ্গে প্রেমের খবরে আলোচনায় ছিলেন অর্ণব। যদিও প্রেম বিষয়ে মুখ খুলেননি তারা কেউ।
অপর্ণা ঘোষ: ২০২০ সালের ১০ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অপর্ণা ঘোষ। পাত্র হিসেবে তিনি পূর্বপরিচিত সত্রাজিৎ দত্তকে বেছে নিয়েছেন। চট্টগ্রামের আগ্রাবাদের একটি মন্দিরে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের চার হাত এক হয়। অপর্ণার বর সত্রাজিৎ একটি জাপানি প্রতিষ্ঠানে কর্মরত।
নিক ক্রল-লিলে কোয়ানং : গত ১১ নভেম্বর বিয়ে করেছেন ‘বিগ মাউথ’ নির্মাতা নিক ক্রল ও আর্কিটেক্ট লিলে কোওয়ানং। আনুষ্ঠানিক বিয়ের পোশাকে সমুদ্রের তীরে এ দম্পতিকে ছবি দিতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে নিক সবার কাছে তাদের এই নতুন জীবনের যাত্রা শুরু করার জন্য প্রার্থনা কামনা করেন। নিক ডিসেম্বরে আরও একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বিশ্বব্যাপী মহামারীতে বিয়ে করা সহজ নয়!’
স্কারলেট জোহানসন-কলিন জোস্ট : অবশেষে বিয়ে করলেন ‘অ্যাভেঞ্জারস অ্যান্ড গেম’-এর তারকা স্কারলেট জোহানসন। তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কৌতুক অভিনেতা কলিন জোস্টকে বিয়ে করেছেন। অক্টোবরের শেষ দিকে নিজেদের একটি পারিবারিক অনুষ্ঠানে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
জন সিনা-শায় শারিয়াতজাদে : প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করলেন সময়ের জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা। ২৯ বছর বয়সী শায় শারিয়াতজাদের সঙ্গে এক বছরের বেশি সময় প্রেমের সম্পর্ক ছিল জন সিনার। অবশেষে তারা গত ১২ অক্টোবর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ফ্লোরিডার ট্যাম্পায় গাঁটছড়া বাঁধেন।
লরি ডেভিড-অ্যাশলি অ্যান্ডারউড : অবশেষে বিয়ে করলেন ৭৩ বছর বয়সী তারকা নির্মাতা ডেভিড। গত ৭ অক্টোবর অ্যাশলি অ্যান্ডারউডকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে সাচা ব্যারন কোহেনের জন্মদিনের পার্টিতে তাদের দেখা হয়েছিল। এর পর চলতি বছরের এপ্রিলে নিউইয়র্ক টাইমসের কাছে ডেভিড অ্যান্ডারউডকে ভালোবাসার কথা জানান।
জুয়েল কোর্টনি-মিয়া স্কোলিংক : ‘কিসিং বুথ’ তারকা জুয়েল কোর্টনি ও ২৩ বছর বয়সী মিয়া স্কোলিংক বিয়ে করেছেন চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। অ্যারিজোনার ফিনিক্সে সামাজিক দূরত্বে রঙহীন এক অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্কোলিংক ৪ ডিসেম্বর ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি প্রথম পোস্ট করেন। এর পর থেকেই ভক্ত-সহকর্মীদের কাছে থেকে অভিনন্দন পেতে থাকেন এই দম্পতি।
ফ্রাঙ্কে মুনিজ-পাইগে প্রাইস : ‘মিডল ইন ইন দ্য মিডল’ তারকা ফ্রাঙ্কে মুনিজ ৩৫ বছর বয়সে এসে গত বছর প্রেমে পড়েন পাইগে প্রাইসের। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। যেদিন তারা প্রথম দেখা করেছিলেন, এর চার বছর পূর্তি উপলক্ষে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।
পামেলা অ্যান্ডারসন-জন পিটারস : অভিনেত্রী ও প্রযোজক পামেলা অ্যান্ডারসন এবং জন পিটারস অবশেষে দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটালেন। চলতি বছরের জানুয়ারিতে গোপনে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। তবে দিনকয়েক পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের।
রানা-মিহীকা বাজাজ : তেলেগু সিনেমার জনপ্রিয় নাম রমানাইদু দাগগুবাতি। তবে রানা হিসেবে বেশি পরিচিত তিনি। এছাড়াও জনপ্রিয় নির্মাতা ডি সুরেশবাবুর পুত্র, ডি রামানাডুর নাতি এবং অভিনেতা ভেঙ্কটেশের ভাগ্নে তিনি। বাহুবলী সিনেমার ভিলেন হিসেবে পর্দায় হাজির হয়ে দুনিয়া মাতিয়েছেন। চলতি বছর লকডাউন চলাকালীনই বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি। প্রেমিকা মিহীকা বাজাজের সঙ্গে ৮ আগস্ট বিয়ের পিঁড়িতেত বসেন রানা।
প্রাচী তেহলান-রোহিত সারোহা : ভালবাসা মিলনে কোনো বাঁধা মানে না। চলতি বছরে সেলিব্রিটিরা লকডাউনে বিয়ে করে যেন তারই প্রমাণ দিয়েছেন। অভিনেত্রী প্রাচী তেহলান তাদের একজন৷ তিনি একজন নেটবল এবং বাস্কেটবল তারকাও। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে ৭ আগস্ট প্রেমিক রোহিত সারোহাকে বিয়ে করেন তিনি।
পুনিত পাঠক-নিধি মনি সিং : জনপ্রিয় কোরিওগ্রাফার ও অভিনেতা পুনিত জে পাঠক। চলতি বছরের আগস্টে দীর্ঘদিনের প্রেমিকা নিধি মনি সিংয়ের সাথে তার বাগদানের ঘোষণা দেওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তারা।
গওহর খান-জায়েদ দরবার : চলতি বছরের বড়দিনে বিয়ে হতে যাচ্ছে মডেল গওহর খানের। পাত্রের নাম জায়েদ দারবার। গওহরকে দেখেই প্রেমে পড়েছিলেন জায়েদ। বয়সে জায়েদ বেশ ছোট গওহরের থেকে। তবে প্রেমতো বয়স মানে না। বিয়ে করে এখন তারা দম্পতি হওয়ার অপেক্ষায়।
কাজল আগরওয়াল-গৌতম কিচলু : 'সিংহাম'খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল গত ৩০ অক্টোবর মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ে করেছেন। পাত্র প্রেমিক গৌতম কিসলু। তাদের বিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের ব্যায়বহুল হানিমুনেও চোখ ছিলো কাজল ভক্তদের।
শাহির শেখ-রুচিকা কাপুর : টেলিভিশনের জনপ্রিয় প্রেমিক শাহির শেখও বাস্তব জীবনে প্রেম খুঁজে পেয়েছেন। অভিনেতা ২৭ নভেম্বর রুচিকা কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে করোনার কারণে সামাজিক ব্যবধান মাথায় রেখেই সারেন সব আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে তাই পরিবারের সদ্যস্যদেরই দেখা মিলেছে বেশি।
সানা খান-মুফতি আনাস : সানা খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ২০০৮ সালে তামিলের 'সিলামবত্তমে' সিনেমায় জানু চরিত্রে অভিনয়ে করে সবার নজরে আসেন তিনি। চলতি বছর ধর্মের টানে বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন। বেছে নেন সাদামাটা জীবন। এরপর এক মুফতিকে বিয়ে করে হৈ চৈ ফেলে দেন। গেল ২১ নভেম্বর সানা খান বিয়ে করেন গুজরাটের মাওলানা মুফতি আনাস সাইদকে।