শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হলেন অপি করিম

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

সামাজিকমাধ্যম ফেসবুকে অপি করিমের মা হওয়ার খবর জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, অভিনন্দন সৈয়দা তুহিন আর করিম (অপি করিম)! আজ তোমার দিন। খুব খুশি হয়েছি তুমি মা হয়েছ আজ। কন্না মানে একজন জুনিয়র অপি এর জন্ম হলো।

তিনি বলেন, বছর শেষে দারুণ একটি খবর। এনামুল করিম নির্ঝর ভাইকেও অভিনন্দন। বাবা মায়ের রাজকন্যা ভালো থাকুক। সুস্থ আর নিরাপদ থাকুক।

জানা যায়, এদিন সকাল ৯টা ৫১ মিনিটে পৃথিবীতে এসেছে অপির সন্তান। তবে নির্ঝর ও অপির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তাদের ঘরে এই প্রথম সন্তান।

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অপি করিম ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে করেন। এর মধ্যে তাদের সংবার ভাঙার গুজবও রটেছিল। তবে বছরখানেক আগে জানা যায়, তারা সুখেই আছেন। এবার তাদের সন্তানের আগমনে খুশি ছড়ালো অপির সকল অনুরাগীর মধ্যেও।

উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়