শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হলেন অপি করিম

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

সামাজিকমাধ্যম ফেসবুকে অপি করিমের মা হওয়ার খবর জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, অভিনন্দন সৈয়দা তুহিন আর করিম (অপি করিম)! আজ তোমার দিন। খুব খুশি হয়েছি তুমি মা হয়েছ আজ। কন্না মানে একজন জুনিয়র অপি এর জন্ম হলো।

তিনি বলেন, বছর শেষে দারুণ একটি খবর। এনামুল করিম নির্ঝর ভাইকেও অভিনন্দন। বাবা মায়ের রাজকন্যা ভালো থাকুক। সুস্থ আর নিরাপদ থাকুক।

জানা যায়, এদিন সকাল ৯টা ৫১ মিনিটে পৃথিবীতে এসেছে অপির সন্তান। তবে নির্ঝর ও অপির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তাদের ঘরে এই প্রথম সন্তান।

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অপি করিম ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে করেন। এর মধ্যে তাদের সংবার ভাঙার গুজবও রটেছিল। তবে বছরখানেক আগে জানা যায়, তারা সুখেই আছেন। এবার তাদের সন্তানের আগমনে খুশি ছড়ালো অপির সকল অনুরাগীর মধ্যেও।

উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়