শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইভিএম’র মাধ্যমে ভোট দিতে পেরে ভোটাররা খুশি : পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

স্বপন দেব: [২] উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। আর কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৩] সকালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে খুশি মনে ভোট দিচ্ছে।

[৪] এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। শেষপর্যন্ত মেয়র প্রার্থীদের মধ্যে কে হাসছেন শেষ হাসি তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা হিসেবে-নিকেশ।

[৫] বড়লেখা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হয়েছে। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়