শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইভিএম’র মাধ্যমে ভোট দিতে পেরে ভোটাররা খুশি : পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

স্বপন দেব: [২] উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। আর কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৩] সকালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে খুশি মনে ভোট দিচ্ছে।

[৪] এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। শেষপর্যন্ত মেয়র প্রার্থীদের মধ্যে কে হাসছেন শেষ হাসি তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা হিসেবে-নিকেশ।

[৫] বড়লেখা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হয়েছে। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়