শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদে আরো এক বছর থাকবেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৮ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে জিতে নিয়েছিলেন ব্যালন ডি’অর। কিন্তু এরপর হুট করেই যেন ছন্দ হারয়ে ফেলেন লুকা মদ্রিচ। হারিয়ে ফেলেছিলেন একাদশে নিজের জায়গাও। কিন্তু চলতি মৌসুমে ফের নিজেকে ফিরে পান। রিয়াল মাদ্রিদের প্রতিটি জয়ের মূল নায়কই এ ক্রোয়েশিয়ান। তার পুরস্কার পেলেন তিনি। শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে লস ব্লাঙ্কোসরা।

[৩] মৌসুমের শুরু থেকেই মদ্রিচের রিয়ালে থাকা নিয়ে নানা গুঞ্জন চলে আসছিল। ইতালির এসি মিলানের মতো দল তাকে পেতে আগ্রহী হয়ে ওঠে। সম্ভাবনা ছিল ডেভিড বেকহামের ইন্টার মিয়ামি ক্লাবেও যোগ দেওয়ারও। কারণ মদ্রিচের উচ্চ বেতন দেওয়ার ক্ষমতা ছিল তাদেরই। সবমিলিয়ে অনেক গুঞ্জনই চালু ছিল। তবে সব গুঞ্জনে পানি ঢেলে রিয়ালেই থাকছেন মদ্রিচ।

[৪] মূলত মদ্রিচের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়েই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। নিজেদের ওয়েবসাইটে মদ্রিচের সঙ্গে এক বছরের নতুন চুক্তি করার বিষয়টি জানিয়েছে ক্লাবটি। ফলে আগামী ৩০ জুন, ২০২২ পর্যন্ত মাদ্রিদেই থাকছেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। আর নতুন চুক্তি পূর্ণ করলে রিয়ালে এক দশক পূর্ণ হবে মদ্রিচের।

[৫] মদ্রিচ অবশ্য শুরু থেকেই বলে আসছেন রিয়ালেই তার ক্যারিয়ার শেষ করতে চান। এ কারণে নিজের বেতনে যথেষ্ট ছাড় দিতেও আগ্রহী ছিলেন তিনি। নতুন চুক্তিতে তার বেতন কেমন হবে তা অবশ্য জানায়নি ক্লাবটি। তবে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী বেতন-ভাতায় বড় অঙ্কের ছাড় দিয়েছেন এ ক্রোয়েশিয়ান।[৬] গত সাড়ে আট বছরে স্পেনের রাজধানীতে থেকে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন মদ্রিচ। আরও অনেক ট্রফির সঙ্গে জিতেছেন দুটি লা লিগা শিরোপাও। ব্যক্তিগত পুরস্কার হিসেবে জিতেছেন ব্যালন ডি’অরও। - র্ম্কাা/ ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়