স্পোর্টস ডেস্ক : [২] নিজেদের দুর্দান্তভাবে মেলে ধরে আর্সেনাল উড়িয়ে দিয়েছে চেলসিকে।
[৩] এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত, গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। চেলসির একমাত্র গোলদাতা ট্যামি আব্রাহাম।
[৪] সাত ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল দলটি। সবশেষ গত ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। মাঝে সাত ম্যাচের পাঁচটিতেই আর্সেনাল হেরেছিল। ১৫ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। - দ্য সান / গোল ডটকম