শরীফ শাওন: [২] চলতি মাসের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশের কথা থাকলেও খাতা পর্যবেক্ষণ জটিলতায় বিলম্ব হচ্ছে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ। দ্রুত ফল প্রকাশে আমরা ছুটির দিনগুলোতেও কাজ করেছি। তবে কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় এ বিলম্ব হচ্ছে।
[৩] পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে দুই পরীক্ষকের দেয়া নম্বরের মধ্যে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা পর্যবেক্ষণে তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়।