শাহীন খন্দকার : [২] পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পপতি এম এ হাসেম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রয়াত এম এ হাসেম-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
[৩] বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি শোক বার্তায় তিনি বলেন, ব্যাংক, বীমা, আবাসন, পার্টিকেল বোর্ড, আমদানী-রফতানী, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিভাগের শিল্প বিকাশে দেশের সম্বৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
[৪] দেশের বেকারত্ব দূর করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। পাশাপাশি দেশের হত দরিদ্র মানুষের জন্য তাঁর মানবিক উদ্যোগগুলো অম্লান হয়ে থাকবে।
[৫] এম এ হাসেম-এর মৃত্যুতে দেশের শিল্প-উন্নয়নে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।