শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৪, সুস্থ ২৩৪৫

মহসীন কবির: [২] মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৯২ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৬৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ২২৭ জনের। এখন পর্যন্ত ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৬ হাজার ১০২ জন। মোট মারা গেছেন ৭৩৭৮ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৪ জন নারী।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন। ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন এবং ময়মনসিংহ বিভাগের তিনজন রয়েছেন।

[৬] বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৩২৮ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১১ হাজার ৮৯১ জন। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়