শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘উন্মাদ’ ট্রাম্পের পরিণতি সাদ্দাম হোসাইনের মতোই হবে, হুমকি রুহানির

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উন্মাদ’ বলে মন্তব্য করে তাকে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসাইনের সঙ্গে তুলনা করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রাষ্ট্রীয় টিভিতে দেয়া ভাষণে রুহানি বলেন, ‘ইরানের সাম্প্রতিক ইতিহাসে আমরা দুই উন্মাদ দেখেছি, একজন ট্রাম্প, আরেকজন সাদ্দাম। একজন ইরানের সঙ্গে সামরিক যুদ্ধে (১৯৮০-৮৮) লিপ্ত হয়েছেন, আরেকজন অর্থনৈতিক যুদ্ধে। সাদ্দাম তার অপরাধের জন্য শাস্তি পেয়েছে। ট্রাম্পের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না।’ রুহানি আরো বলেন, ‘দিনশেষে এই দুই সঙ্গে যুদ্ধেই ইরান বিজয়ী।’ ইয়ন/সিএনবিসি

[৩]এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে ট্রাম্প টুইটে বলেন, ‘সোমবার বাগদাদে আমাদের দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। সবগুলোই ব্যর্থ হয়েছে। ধারণা করুন এই রকেটগুলো কোথা থেকে এসেছে।’ অপর টুইটে ট্রাম্প বলেন, ‘যদি একজন আমেরিকানও নিহত হয়, তবে আমি ইরানকে দেখে নেবো।’

[৪]এর আগে গত মাসে রুহানি বলেছিলেন, ট্রাম্পকে প্রেসিডেন্সি থেকে সরে যেতে দেখে ইরান খুশি। ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের বিষয়টি বারবার উল্লেখ করেছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ফিরলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ফিরবেন।

[৫]টিভি ভাষণে রুহানি বলেন, ‘কেউ কেউ বলছে আমরা নাকি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখে উল্লাসিত। তা কখনোই নয়। আমরা খুশি যে ট্রাম্প চলে যাচ্ছে। ট্রাম্প ‘দানবীয়’ ও ‘নীতিহীন’ একজন প্রেসিডেন্ট। সে ‘সন্ত্রাসী’, ‘হত্যাকারী’। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এদিনগুলো তার শেষ দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়