শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরুণার ব্যস্ততা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি দেখা নিয়ে

ইমরুল শাহেদ: খ্যাতিমান অভিনেত্রী, নির্মাতা ও সেন্সর বোর্ড সদস্য অরুণা বিশ্বাস জানিয়েছেন তার ব্যস্ততার কারণ কি? তিনি বলেছেন, ‘আমি নির্মাণ কাজে ব্যস্ত নই। ব্যস্ত আছি ছবি দেখা নিয়ে। সকাল, বিকাল, এমনকি মধ্যরাত পর্যন্তও ছবি দেখতে হচ্ছে। আগামী ১৬ জানুয়ারির মধ্যে প্রায় ২৫০টি ছবি দেখে শেষ করতে হবে।’ সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এসব ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য প্রায় ৭০টি দেশ থেকে এসেছে। আরও ছবি আসবে বলে আয়োজকরা সেন্সর বোর্ডকে জানিয়ে রেখেছে।

আন্তর্জাতিক এই উৎসবটির আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। সোসাইটির ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামী বছরের ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। কিন্তু উৎসবটির ধরণ কি হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সোসাইটির ওয়েবসাইটে কোভিড-১৯ মহামারীর কথা বলা আছে। অন্যদিকে রুশদা ফিল্মস ও মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’।

তিন দিনব্যাপী অনলাইন এই উৎসবে বাংলাদেশের সেন্সর প্রাপ্ত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ভেন্যু সহজপাঠ স্কুল, ৭৮৮, দনিয়া। অনলাইন ভিত্তিক এই আয়োজনে ৫৪টি দেশের ১৫০টি বিদেশী ও ২৭টি দেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। ফেষ্টিভেল চেয়ারম্যান অভিনেতা টুটুল চৌধুরী এই তথ্য জানিয়েছেন। ওপেনিং সিরেমনিতে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। ক্লোজিং সিরেমনিতে লেখক ও ফিল্ম ক্রিটিক অনুপম হায়াৎ উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়