শিরোনাম
◈ সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন ◈ ১৯৭৩ সা‌লে বাংলাদেশের প্রথম নির্বাচনকে কেন বিতর্কিত বলা হয়?  ◈ তারেক রহমানের জন্য শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিল ইনকিলাব মঞ্চ ◈ দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ◈ আজ শনিবারও খোলা রয়েছে দেশের সব ব্যাংক ◈ শীতে কাঁপছে দেশ: যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা ◈ কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু ◈ বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন ◈ আজ হাদির কবর জিয়ারত ও পঙ্গু হাসপাতাল পরিদর্শন করবেন তারেক রহমান ◈ ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের প্রধান কারণ ভারতের কর্তৃত্বপরায়ণ মনোভাব: দ্য ডনের সম্পাদকীয়

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকনিক করতে না দেয়ায় ১০ বছরের শিশুর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় নিলা (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবাল এলাকার বাসা থেকে সদর থানা ও ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে।

নিহত নিলা সোনাতলা উপজেলার চরপাড়া প্রামের লিটন সরকারের মেয়ে। তবে সে তার বাবা-মায়ের সঙ্গে নামাবাল গ্রামে ভাড়া বাসায় থাকতো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। তার দাদার বাড়ি সোনাতলায়। সে সমবয়সীদের সঙ্গে পিকনিক করতে চাইলে তার মা ইচ্ছার বিরুদ্ধে তাকে শনিবার শাখারিয়াতে নিয়ে আসেন৷

এ নিয়ে বাবা-মার সঙ্গে তার অভিমান চলছিল। বাবা-মা দুজনই বাইরে কাজ করায় বাড়িতে সে একা থাকত।

পুলিশের ধারণা আনুমানিক বিকেল ৩টা থেকে ৫টার যেকোনো এক সময় সে গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়। পুলিশ জানিয়েছে নিলার শরীরে আঘাতের বা নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম শফিক জানান, সংবাদ পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করেছি। বর্তমানে লাশটি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ জানান, শিশুটির পরিবার কারও প্রতি কোনো অভিযোগ জানায়নি। তারপরও আমাদের একাধিক টিম প্রকৃত ঘটনা উন্মোচনে কাজ করছে।

তবে প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে এটি একটি আত্মহত্যা। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়