লিহান লিমা: [২] ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনে বিজেপি বিরোধী ও কাশ্মীরের স্বায়ত্বশাসনপন্থী জোট ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিকলারেশন’-(পিএজিডি) বা গুপকার জোট স্থানীয় জেলা পরিষদ নির্বাচনে ২৮০টির মধ্যে ১১২টি আসন লাভ করে। ৭৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। কংগ্রেস ২৭টি আসন পেয়েছে। আল জাজিরা/দ্য হিন্দু
[৩]ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত বছরের জুলাইতে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও আধা স্বায়ত্তশাসনের ক্ষমতা কেড়ে নেয়ার পর এই প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু ও কাশ্মীরের ২০টি জেলায় ভোট হয়েছে। এক একটি জেলায় ১৪টি করে আসন রয়েছে। ভোটগ্রহণ শুরু হয় ২৮ নভেম্বর, শেষ হয় ১৯ ডিসেম্বর। এছাড়াও কাশ্মীরের ৯৩৫টি পঞ্চায়েত ও সরপঞ্চের ১১ হাজারেরও বেশি শূন্যপদে ভোট হয়েছে। প্রতিটি আসনেরই ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার সকালে। নির্দলীয় প্রার্থীরা পেয়েছেন ৪৯টি আসন, আপনি পার্টি পেয়েছেন ১২টি আসন, পিডিএফ, ন্যাশনাল প্যানথার্স পার্টি পেয়েছে দুটি করে আসন, বিএসপি পেয়েছে একটি আসন।
[৪]গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর ন্যাশনাল কনফারেন্স ও পিডিপিসহ কাশ্মীরের সব স্থানীয় ছোট ও বাম দল এক হয়ে গুপকার জোট গড়ে। গুপকার জোটের অভিযোগ, ভোটের আগে নানাভাবে জোটকে হয়রানি করেছে কেন্দ্রীয় সরকার। ফারুক আবদুল্লাহের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ভোটের প্রার্থী পিডিপি নেতা ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন বন্দী থাকার ফলে প্রচারেরও সুযোগ পাননি পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি, ফারুক ও ওমররা। তারপরেও এই জয়কে কাশ্মীরের সাধারণ জনগণের বিজেপির বিরুদ্ধে সরব প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।