জেরিন আহমেদ: [২] জালান মেরাপোহ-সুনগাই রেলাউ ক্যাম্প এলাকার ওই দুর্ঘটনায় বাইকে থাকা আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। রাতে কাজ শেষ করে বাইকে শ্রমিক হোস্টেলে ফেরার সময় দুর্ঘটনাটাটি ঘটে।
[৩] দেশটির স্থানীয় সাংবাদিক জ্যাক জেড দুর্ঘটনার ছবি তুলেছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার ঠিক আগে মোহাম্মদ আলী নামের ওই বাংলাদেশি মারা যান। তার বন্ধু ৩৩ বছর বয়সী সালাম মোহাম্মদ হাসপাতালে।
[৪] তারা দুজনেই রেলাউ রিভার ক্যাম্পে নিজেদের থাকার জায়গায় ফিরছিলেন। সালামকে নিয়ে আলী একটি পাম অয়লের বাগানের ভেতর দিয়ে বাইকে ফিরছিলেন। দুজনের কারো মাথায়ই হেলমেট ছিল না।
[৫] জায়গাটি অন্ধকার হওয়ায় আলী রাস্তায় গরুর উপস্থিতি বুঝতে পারেননি। ওদিকে বাইকের শব্দ শুনে গরুগুলো ছোটাছুটি শুরু করলে আলীরা নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি ব্রিজে ধাক্কা খান। আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে নেয়া হয়েছে। ডিবিসি টিভি, সময় টিভি