আসিফুজ্জামান পৃথিল: [২] ইংল্যান্ডের স্যান্ডিংহামে একটি পার্কের সামনে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের হাস্যোজ্জল অবস্থায় সেলফি তুলতে দেখা গেছে। এই সদস্যদের মধ্যে ছিলেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজও। বেড়াতে যাওয়া সদস্যদের মধ্যে ছিলো তাদের সন্তানরাও। কারও মুখেই ছিলো না কোনও ধরণের মাস্ক। ডেইলি মেইল
[৩] পার্কে প্রিন্স উইলিয়ামের পরিবারকে তার চাচা এডওয়ার্ড ও তার পরিবারের সঙ্গে। এই পার্কের কাছেই রানী ২য় এলিজাবেথের নারফোক রেসিডেন্ট। ডেইলি মেইল দাবি করেছে, তারা কেউ শারিরিক দূরত্ব মানেননি। সেদিন পার্কে গিয়েছিলেন ক্ষমতাসীন পরিবারটির ৬ জনের বেশি। সিএনএন
[৪] নরফোক বর্তমানে টায়ার ২ লকডাউনের আওতায় রয়েছে। এর আওতায় একসঙ্গে ৬ জনের বেশি বাইরে জমায়েত হতে পারেন না। এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বারবার সাবধান করা হয়েছে। এদিকে এই নিয়ে আগে থেকে ঝামেলায় রয়েছে স্যান্ডিংহামের অরণ্য কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে বনে হাটার সময় এই নিয়ম মানানো যাচ্ছে না। সেই দলে এবার যোগ দিলো ক্ষমতাসীন রাজপরিবারও।