শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানব উন্নয়নে বাংলাদেশের অর্জন অসাধারণ: ইউএনডিপি

কূটনৈতিক প্রতিবেদক: [২] মানব উন্নয়ন সূচকে ১৮৯টি দেশের মধ্যে ২ ধাপ এগিয়ে ১৩৩তম অবস্থান, দক্ষিণ এশীয়ায় অবস্থান পঞ্চম ও প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী আরো ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

[৪] সোমবার পরিকল্পনা কমিশনে ইউএনডিপির ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: হিউম্যান ডেভলপমেন্ট অ্যান্ড এনথ্রোপোসিন’ উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

[৫] ইউএনপিপির প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত, মানব উন্নয়ন সূচক শতকরা ৬০.৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল।

[৬] ১৯৯০ থেকে ২০১৯ সাল নাগাত বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে ১৪.৪ বছর, গড় শিক্ষাকাল বেড়েছে ৩.৪ বছর এবং প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে ৬ বছর। এছাড়া এসময়ে মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে প্রায় শতকরা ২২০.১ ভাগ।

[৭] এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের দেশের জন্য এই প্রতিবেদন দারুণ ভূমিকা রাখবে। সরকার পরিবেশ সুরক্ষায় নানা পদেক্ষপ নিয়েছে। পরিবেশের ওপর বিরুপ প্রভাবে বাংলাদেশ দায়ী নয়। তারপরও বাংলাদেশ নানা দুর্যোগের মধ্যে পড়ছে।

[৮] ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জি বলেন, এই সমীক্ষাটি আমাদেরকে দেখিয়েছে যে পরিবেশ সম্মত উপায়ে উন্নয়ন পরিচালনা করার অর্থ মানুষ বা প্রকৃতির মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়া নয় বরং একটি সমন্বিত কৌশল অবলম্বন করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়