শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর পরিকল্পনায় নতুনভাবে সাজবে টিএসসি

বাশার নূরু :[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী নতুনভাবে সাজানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এই বিশাল কর্মযজ্ঞ বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত হলেও পুরো কাজ করবে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীরা। এমন তথ্য জানিয়েছেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক আলী আকবর।

[৩] গত ২ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে টিএসসি, শাহবাগ পাবলিক লাইব্রেরি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে নতুন করে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রী।
এরপরই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি সভা করেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীরা। তখন কর্তৃপক্ষ টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য সুযোগ সুবিধা-সংবলিত বরাদ্দকৃত স্থানসহ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে বলে জানা যায়।

[৪] এ বিষয়ে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক আলী আকবর বলেন, সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতে এ কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত হলেও এতে বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের প্রকৌশলীরা থাকবেন না। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পুরো কাজ সম্পূর্ণ হবে।
প্রকল্প সম্পর্কে জানতে চাইলে পিডব্লিউডি ঢাকা সার্কেল-১৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান বলেন, টিএসসিসহ কয়েকটি স্থাপনা প্রধানমন্ত্রীর পরিকল্পনাতেই গণপূর্ত মন্ত্রণালয় করবে। এ বিষয়ে গণপূর্তের সংশ্লিষ্ট প্রকৌশলীরা অবগত। টিএসসি ভেঙে নতুন করে সাজানো হবে বলেও জানান তিনি। সম্পাদনা:আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়