জবি প্রতিনিধিঃ [২] বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কর্তৃপক্ষ। পরবর্তীতে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রক্টর ড. মোস্তফা কামাল।
[৩] এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম সহ আরো উপস্থিত ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া,সহকারী প্রক্টরবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীরা।
[৪] ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
[৫] মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্যাম্পাসে মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে। অন্যান্য বছরের মত এবারও বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহ এবং নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলপ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।