আশরাফুল নয়ন: [২] নওগাঁয় আর্ন্তজাতিক মানের ফুড প্রোডাক্টাস সামগ্রী “ডক্টরস ফুড প্রোডাক্টাস” কারখানার ও শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিসিক শিল্প নগরীতে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
[৩] এসময় বিসিক শিল্প নগরীর উপ-ব্যাবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এ,বি,এম আবু হানিফ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মহির উদ্দির, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সভাপতি আতোয়ার রহমান খোকাসহ প্রমুখ।
[৪] পরে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে ডক্টরস ফুড প্রডক্টাসের কারাখানা শুভ উদ্বোধন ঘোষণা ও শহরের বাটার মোড়ে শোরুমের ঘুরে দেখেন।এ কারখানা উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁ বিসিক শিল্প নগরী মান সম্মত ফুড প্রোডাক্টাস তৈরীতে এক নতুন দিগন্তে দ্বার উন্মোচন করা হয়। সম্পাদনা: হ্যাপি