শরীফ শাওন: [২] ১৭ মার্চ পর্যন্ত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রস্তাবিত খসড়া চিঠিতে। সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, মঙ্গলবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবনাটি বাংলা একাডেমির কাছে পাঠানো হবে।
[৩] ফরিদ আহমেদ বলেন, রোববার রাতে দুই প্রকাশক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়ে। মেলার বিষয়ে খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রস্তাবনাটি চূড়ান্ত করে জমা দেবো। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনাটি জমা দিতে পারলে বাংলা একাডেমি মেলা আয়োজনের পুর্বে দুই মাস সময় পাবে।
[৪] প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে মেলার সময় পিছিয়ে যেতে পারে, তবে তা ভার্চ্যুয়াীল অনুষ্ঠিত হবে না। মানুষের জীবনকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের সর্বাত্বক চেষ্টা করা হবে।