বাশার নূরু: [২] আনন্দবাজার পত্রিকার পূর্বতন সম্পাদক অভীক সরকার দু দশক আগেই শতক সেরা বাঙালি হিসেবে বেছেছিলেন শেখ মুজিবকে। অনন্য এই বাঙালির জন্মশতবর্ষে প্রকাশিত হল সুমন ভট্টাচার্য্য সম্পাদিত একটি গ্রন্থ এপারের চোখে মুজিব। কণ্ঠস্বর প্রকাশনীর এই উদ্যোগে সামিল হয়েছেন ছত্রিশ জন লেখক ও পাঁচজন প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবী।
[৩] লেখক তালিকায় আছেন মোদি সরকারের প্রাক্তন বিদেশ মন্ত্রী, সাংবাদিক ও সাংসদ এম জে আকবর, নাট্যকার ও বাংলার মন্ত্রী ব্রাত্য বসু, গায়ক নচিকেতা চক্রবর্তী, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, রূপক সাহা, গৌতম ভট্টাচার্য্য, অধ্যাপক সৈয়দ তানভীর নাসরীন, ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ, প্রবাসী বাংলাদেশি মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারসহ বহু বিশিষ্ট লেখক। স্মৃতিচারণা এবং মূল্যায়নে সমৃদ্ধ এই বইটির আকর্ষণ এর সম্পাদকীয়টি। জন্মশতবর্ষে মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হয়ে থাকবে এপারের চোখে মুজিব।