শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের খতনা করানো আমার দায়িত্ব, এতে যদি জেল-ফাঁস হয় হোক, বললেন সিদ্দিক

বিনোদন ডেস্ক : অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। শনিবার রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন, জিডি নম্বর ৮১৮।

এই জিডির বিষয়ে সিদ্দিক বলেন, বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের জন্য যদি আমার জেল বা ফাঁসি হয় হোক। কোনো আপত্তি থাকবে না।

এর আগে খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বললো, ওরে তো সুন্নতে খতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারবো না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিলো! এটা তো একটা ক্রাইম বলেও লেখেন তিনি।

ফেসবুক হ্যান্ডেলে মারিয়া মিম আরো লিখেছেন, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এতো বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?

পারিবারিক এই বিষগুলো প্রকাশ্যে আনার কি দরকার। জানতে চাইলে সিদ্দিক বলেন, 'এ বিষয়ে আমি তো কিছু জানায়নি। মিডিয়ার বড় নায়িকা হওয়ার জন্য আমার সংসার ছেড়ে মিম চলে গেছে। বিচ্ছেদের পর হয়তো তার স্বপ্ন সফল হচ্ছে না দেখে আবার পরিবারিক বিষয়গুলো সামনে এনে আলোচনায় আসতে চাইছে সে। কিন্তু সে মা হয়েও ছেলেটার সম্মান নিয়ে একবারও ভাবলো না। ছেলের এসব বিষয়ে কখনও সামনে আনে?'

যেহেতু মিম মিডিয়ায় সফল হতে পারছেন না। এখন যদি আবার ফিরে আসতে চান, ছেলে আরশের জন্য সংসার করতে চান, করবেন? সিদ্দিককে এমন প্রশ্ন করলে একবাক্যে বলে দেন 'না'। সিদ্দিকন বলেন, সে ফিরে আসলেও আর আমার পক্ষে তাকে গ্রহণ করা সম্ভব না। আমি বিয়ের জন্য ভালো একজন সংসারি পাত্রী খুঁজছি। যে আমার সংসাটা আগলে রাখবে। আমার সন্তানকে ভালোবাসবে।

গণমাধ্যমে খবর এসেছে বাবার তিনটি শর্ত পূরণের জন্য অভিনয় ছাড়ছেন সিদ্দিক। বিষয়টি নিয়ে খোলাখুলি ব্যখ্যা করেন এ অভিনেতা। বলেন, 'ছেলের প্রতিটি বাবারই কোন কোন অসিয়ত থাকে। আমার বাবার যে ওসিয়ত করে গেছেন। তা রাখা আমার জন্য দায়িত্ব। পাশাপাশি শিল্পী হিসেবে শেষ বয়সে প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে বেচে থাকার ইচ্ছেও নেই। একজন অভিনেতা হিসেবে সম্মান ও অর্থ উভয় পেয়েছি আমি। তাই সম্মান থাকতেই অভিনয় থেক বিদায় নিতে চাই। ব্যবসায় মনোযোগ হতে চাই। তবে সেটা এখনই নয়। অভিনেতা সিদ্দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো আমাকে শেষ করতে হবে। শেষ করেই অভিনয় ছেড়ে দিয়ে ব্যবসা ও এলাকার নির্বাচন নিয়ে ব্যস্ত হবো।'

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়