শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন আর অধিনায়কত্ব পাওয়া নিয়ে ভাবছি না : স্টিভ স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেটে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এক বিশাল বিস্ফোরণ ঘটেছিল। অস্ট্রেলিয়া দলের সেই সময়র অধিনায়ক স্টিভ স্মিথের কেরিয়ারে সবচেয়ে বড় কলঙ্কের দাগ লেগেছিল, যখন তাকে বল ট্যাম্পারিং মামলায় ক্রিকেট অস্ট্রেলিয়া নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ১২ মাসের জন্য নিষিদ্ধ করে দেয়। সেই সাথে স্টিভ সিথের হাত থেকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল।

স্টিভ স্মিথকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া হয়নি
অস্ট্রেলিয়া দলের আবারও অধিনায়কত্ব পাওয়া নিয়ে স্টিভ স্মিথ দিলেন মন জয় করা বয়ান ।
স্টিভ স্মিথ সেই সময় সময় অস্ট্রেলিয়া দলের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক ছিলেন, কিন্তু তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টিম পেনকে অধিনায়কত্ব দেওয়া হয় তো অন্যদিকে ওয়ানডে আর টি-২০তে অ্যারন ফিঞ্চকে নেতৃত্ব দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথকে ১২ মাসের জন্য ব্যান করে দিয়েছিল সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্মিথকে ২ বছরের জন্য অধিনায়কত্ব না দেওয়ার। কিন্তু তারপর থেকে দু বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও স্মিথকে অধিনায়কত্ব দেওয়া হয়নি।
স্মিথ অধিনায়কত্ব নিয়ে বললেন, যা দলের ভালর জন্য হবে তাইই করব।

স্টিভ স্মিথের কাছে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব আবারও পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরণের কথাবার্তা হতে থাকে। কোচ জাস্টিন ল্যাঙ্গার এই ব্যাপারে জবাব দিয়েছেন। এর জন্য এটা প্রক্রিয়া থাকে, যা পূরণ করতে হয় আমি দলের হিতের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আমি সেটাই করব যা দলের ভাল হবে। দলের জন্য আমার পক্ষে যা কিছু সম্ভব, আমি করব। আমি এখন যেখানে আছি, তাতে আমি খুশি। দ্বিতীয়বার অধিনায়ক পাওয়া না পাওয়া নিয়ে চিন্তিত নই। স্টিভ স্মিথ আরো বলেন, আমি তিন নম্বরে যথেষ্ট ব্যাটিং করেছি। তৃতীয় বা চতুর্থ বা তার চেয়ে নীচে যেতেও সমস্যা নেই। - ক্রিকেট নিউজ ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়