শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন আর অধিনায়কত্ব পাওয়া নিয়ে ভাবছি না : স্টিভ স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেটে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এক বিশাল বিস্ফোরণ ঘটেছিল। অস্ট্রেলিয়া দলের সেই সময়র অধিনায়ক স্টিভ স্মিথের কেরিয়ারে সবচেয়ে বড় কলঙ্কের দাগ লেগেছিল, যখন তাকে বল ট্যাম্পারিং মামলায় ক্রিকেট অস্ট্রেলিয়া নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ১২ মাসের জন্য নিষিদ্ধ করে দেয়। সেই সাথে স্টিভ সিথের হাত থেকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল।

স্টিভ স্মিথকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া হয়নি
অস্ট্রেলিয়া দলের আবারও অধিনায়কত্ব পাওয়া নিয়ে স্টিভ স্মিথ দিলেন মন জয় করা বয়ান ।
স্টিভ স্মিথ সেই সময় সময় অস্ট্রেলিয়া দলের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক ছিলেন, কিন্তু তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টিম পেনকে অধিনায়কত্ব দেওয়া হয় তো অন্যদিকে ওয়ানডে আর টি-২০তে অ্যারন ফিঞ্চকে নেতৃত্ব দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথকে ১২ মাসের জন্য ব্যান করে দিয়েছিল সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্মিথকে ২ বছরের জন্য অধিনায়কত্ব না দেওয়ার। কিন্তু তারপর থেকে দু বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও স্মিথকে অধিনায়কত্ব দেওয়া হয়নি।
স্মিথ অধিনায়কত্ব নিয়ে বললেন, যা দলের ভালর জন্য হবে তাইই করব।

স্টিভ স্মিথের কাছে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব আবারও পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরণের কথাবার্তা হতে থাকে। কোচ জাস্টিন ল্যাঙ্গার এই ব্যাপারে জবাব দিয়েছেন। এর জন্য এটা প্রক্রিয়া থাকে, যা পূরণ করতে হয় আমি দলের হিতের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আমি সেটাই করব যা দলের ভাল হবে। দলের জন্য আমার পক্ষে যা কিছু সম্ভব, আমি করব। আমি এখন যেখানে আছি, তাতে আমি খুশি। দ্বিতীয়বার অধিনায়ক পাওয়া না পাওয়া নিয়ে চিন্তিত নই। স্টিভ স্মিথ আরো বলেন, আমি তিন নম্বরে যথেষ্ট ব্যাটিং করেছি। তৃতীয় বা চতুর্থ বা তার চেয়ে নীচে যেতেও সমস্যা নেই। - ক্রিকেট নিউজ ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়