শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচের সাথে ঝগড়া করে কাঁদলেন এনামুল হক বিজয়

নিজস্ব প্রতিবেদক: [২] সময়টা মোটেও ভাল যাচ্ছেনা জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়ের। দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার নিজেকে প্রমাণের জন্য মরিয়া হলে ব্যর্থ হয়েছেন বার বার। চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপেও রান নেই তার ব্যাটে। হতাশ এই ক্রিকেটার এবার বিতর্কে জড়ালেন খোদ নিজ দল খুলনার কোচ মিজানুর রহমানের সঙ্গে।

[৩] বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে খেলছেন বিজয়। স্বাভাবিকভাবেই প্রথম দিকে দলের ওপেনার হিসেবে প্রথম পছন্দ ছিলেন তিনিই। কিন্তু ৪ ম্যাচ সুযোগ পেলেও রান পাননি। করেছেন মাত্র ৪১ রান। যেকারণে একাদশ থেকে বাদ পড়েন বিজয়।

[৪] অন্যদিকে তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই ফিফটি করেন জাকির হাসান। আর তাই পরের ম্যাচগুলোতে কোচের পরিকল্পনার বাইরে চলে যান বিজয়।

[৫] ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের আগে আজকের ম্যাচের একাদশে সম্ভাব্য ওপেনার জাকির হাসান ও ইমরুল কায়েস নেটে ব্যাটিং শুরু করেন। নতুন বলে সাধারণত পেসাররাই বল করেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এনামুলেরও হয়তো পেসারদের বিপক্ষে অনুশীলনের একটা আকাঙ্খা ছিল। কোচের পরের ম্যাচের পরিকল্পনায় না থাকায় হয়তো এনামুল নেটে জায়গা পাননি। এ কারণেই তিনি ক্ষেপে গিয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে ১২ ডিসেম্বর বাগ্বিতণ্ডায় জড়ান।

[৬] প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে ঝগড়া চলে বিজয়ের। কয়েকবার গ্লাভস, ব্যাট ছুড়ে ফেলেন। শেষমেষ হতাশ হয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন এই ওপেনার। এসময় খুলনার ম্যানেজার নাফিস ইকবাল এসে পরিস্থিতি সামাল দেন। তিনিই দুজনকে আলাদা করেন।

[৬] কোচ দূরে সরে গেলে নাফিসের কাছে বিচার দেন বিজয়। অতঃপর তাকে নেটে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়। কিন্তু কপালে না থাকলে যা হয়! পেসার খালেদ আহমেদের বলের আঘাতে চোট পেয়ে মাঠ ছাড়েন বিজয়। তবে নাফীস এ ব্যাপারে সাংবাদিকদের কিছুই বলেননি। শুধু বলেছেন, তেমন কিছু হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়