শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবিতা আবৃত্তির কারণে এরদোয়ানের ওপর চরম ক্ষেপেছে ইরান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ওপর চরম ক্ষেপেছে ইরান। ইতোমধ্যে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

আজারবাইজান সফরকালে এরদোয়ানের এক কবিতা আবৃত্তি নিয়ে ক্ষেপেছে ইরান। এরই প্রেক্ষিতে শুক্রবার দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরদোয়ান ১৯ শতকে আজারবাইজের অঞ্চল রাশিয়া এবং ইরানের মধ্যে বিভক্ত হওয়া নিয়ে একটি আজেরি-ইরানি কবিতা আবৃত্তি করেছেন বলে আল জাজিরার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এরদোয়ানের এমন কবিতা আবৃত্তিকে ইরান 'অনধিকারচর্চা' হিসেবে উল্লেখ করে বলেন, এরদোয়ানের ওই কবিতা আবৃত্তি করার ফলে তাদের দেশে থাকা আজেরি সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছে যে 'আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের' যুগ শেষ হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইরান তার আঞ্চলিক অখণ্ডতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয় না।

এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেছে তার কয়েক লাইন ছিল, 'তারা আরস নদী আলাদা করে পাথর-রড দিয়ে ভরাট করেছে। আমি তোমাদের থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে।'
সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়