শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবিতা আবৃত্তির কারণে এরদোয়ানের ওপর চরম ক্ষেপেছে ইরান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ওপর চরম ক্ষেপেছে ইরান। ইতোমধ্যে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

আজারবাইজান সফরকালে এরদোয়ানের এক কবিতা আবৃত্তি নিয়ে ক্ষেপেছে ইরান। এরই প্রেক্ষিতে শুক্রবার দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরদোয়ান ১৯ শতকে আজারবাইজের অঞ্চল রাশিয়া এবং ইরানের মধ্যে বিভক্ত হওয়া নিয়ে একটি আজেরি-ইরানি কবিতা আবৃত্তি করেছেন বলে আল জাজিরার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এরদোয়ানের এমন কবিতা আবৃত্তিকে ইরান 'অনধিকারচর্চা' হিসেবে উল্লেখ করে বলেন, এরদোয়ানের ওই কবিতা আবৃত্তি করার ফলে তাদের দেশে থাকা আজেরি সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছে যে 'আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের' যুগ শেষ হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইরান তার আঞ্চলিক অখণ্ডতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয় না।

এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেছে তার কয়েক লাইন ছিল, 'তারা আরস নদী আলাদা করে পাথর-রড দিয়ে ভরাট করেছে। আমি তোমাদের থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে।'
সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়