আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় পুলিশ তার ভাড়া বাসার শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে।
[৩] নিহত ফাতেমা বেগম আদমদীঘির চাঁপাপুর বাজারের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মকবুল হোসেনের মেয়ে ও প্রবাসি আব্দুলের স্ত্রী। সে চাঁপাপুর ইউনিয়নের নারী গ্রাম পুলিশ। সে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।
[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের নারী গ্রাম পুলিশ ফাতেমা বেগমের বর্তমান স্বামী আব্দুল প্রবাসে থাকায় সে চাঁপাপুর হাজির মোর এলাকার জনৈক শাহজাহানের বাসায় ভাড়া থাকতো। গত বৃহস্পতিবার রাতে তার শয়ন ঘরে একাই ঘুমিয়ে ছিল।
[৫] পরদিন গতকাল শুক্রবার সন্ধ্যায় তার ভাড়া বাসায় শয়ন ঘরের জানালার রডের সাথে গলায় ওড়নার ফাঁস লাগানো শরীর মাটির সাথে স্পর্শ অবস্থায় মরদেহ স্বজনরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওইদিন রাত ৮টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
[৬] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী