সুজন কৈরী: রাজধানীর উত্তরা এলাকায় জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং মাস্ক পরিধান না করার দায়ে ১৩ জনকে জরিমানা করেছে র্যাব-১।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উত্তরার রাজলক্ষী, আজমপুর, হাউজবিল্ডিং এবং আব্দুল্লাহপুর এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে র্যাব-১। এ সময় মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহ।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান।