ড. এমদাদুল হক: খুব সকালে গুরু শিষ্যদের ডাকলেন এবং দুঃখের সঙ্গে বলতে শুরু করলেন- আমি তোমাদেরকে কিছুই শিখাতে পারছি না। আমি বলি একটা, তোমরা বুঝ আরেকটা। তোমরা বরং চোরের কাছ থেকে ৭টি বিষয়ে শিক্ষা নিতে পারো। যথা:
১. রাত্রি জাগরণ।
২. রাতের কাজ রাতেই শেষ করে ফেলা।
৩. বর্তমানে থাকা অর্থাৎ সতর্কতা, সজাগতা ও সচেতনতা।
৪. সহযোগীদের ভালোবাসা।
৫. সামান্য বস্তুর জন্য জীবন বাজী রাখা।
৬. লাখ টাকার জিনিস হাজার টাকায় বেচে দেওয়া।
৭. নির্যাতন সহ্য করার অসীম ধৈর্য।
মনে রাখবা, বেহেস্তেরও তালা আছে। সব তালারই চাবি আছে। কিন্তু চোর চাবি ছাড়াও তালা খুলতে পারে।
আল্লাহ সেই চোরদের ভালোবাসেন যারা চাবি দিয়ে তালা খুলে না, বরং তাঁর হৃদয়ের তালা ভেঙে বেহেস্তে প্রবেশ করে।
সূত্র : ফেসবুক থেকে